First page Back Continue Last page Overview Image

দিকের চেয়ারটায়। আর দাদু বাঁ দিকের টায়। সোফার উপরে বসতে আমার কেমন ভয় ভয় লাগে। যদিও এটা  নিতান্তই ছেলেমানুষি। দাদু আমাদের মতো চুনোপুটিকে  বশীকরণ করে কি করবে! তার উপর আমার নিজের সেজদাদু। সেজদাদু বললেন  "কি মতলব? গল্প?" রাজা একটু মাথাটা নিচু করে আমতা আমতা করে বললো "দাদু  আর কি হতে পারে?" দাদু বললেন "কি গল্প বলা যায় বল দিকি? আজ মাথায় নতুন কিছু আসছেনা"। তারপর হঠাৎই বলে উঠলেন "আই তোদের পরশু না কবে থেকে যেন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু না? যা যা ওঠ আজ আর গল্প টল্প হবেনা"। যেটা ভয় করেছিলাম সেটাই হলো। উত্তরে কি বলবো তা বুঝতে না পেরে যখন একটু ইতঃস্তত করছি, এমন সময় টিটো এসে হাজির। সে একেবারে সেজেগুজে গায়ে সেন্ট মেখে চুল ব্যাকব্রাশ করে যা তা অবস্থা। টিটো এসেই অমনি সোফার বাঁ দিকটায় ধপাস করে বসে পড়লো। দাদু টিটোর দিকে উদ্দেশ্য করে বললেন  "কি টিটো ভায়া দাদার শালিকারা অপেক্ষা করছে নাকি?" এই বলে হো হো করে উচ্স্বরে হেসে উঠলেন। টিটো কি বলবে বুঝতে না পেরে হতভম্ভ হয়ে লজ্জা পেয়ে মুখ থেকে কি যেন একটা অস্ফুট শব্দ বের করলো। সঞ্জু দাদুর দিকে তাকিয়ে বললো "দাদু বলোনা গো। আমাদের প্রস্তুতি ভালোই। আর বেশি বড়ো  গল্প বলতে হবেনা। একটু ছোট করে "। দাদু একটু চুপ

যাই হোক যেটা বলছিলাম। বসার ঘরে ঢুকে বাঁ দিকে ঘুরলেই একটা বিশাল আলমারি দেখা যায়। যেটাতে রয়েছে বহু দেশ বিদেশ এর বহুমূল্য এন্টিকস। তার মধ্যে অন্যতম হলো অষ্টাদশ শতাব্দীর মুর্শিদাবাদ এর ধনকুবের জগৎ শেঠ এর নিজে হাতে লেখা পাণ্ডুলিপি "এ টেইল অফ এ সাকসেসফুল  শ্রফ"। এতো কিছু থাকতে আমি কেন জগৎ শেঠ এর উল্লেখ করলাম তা একটু পরে বুঝতে পারবে। আর সেই আলমারিটার পাশে একটা টেবিল-কাম-সিন্ধুক যার মধ্যে সম্ভবত দাদুর সব অফিসিয়াল কাগজ পত্র আছে। সিন্ধুকের মাথার উপরটা বেশ চওড়া। যার উপর একটা টেবিল ল্যাম্প এবং একটা পেনদানি ও কিছু কাগজ পত্র রয়েছে। সত্যি কথা বলতে এরম টেবিল আমি আগে কখনো দেখিনি। বোধহয় স্পেশাল অর্ডার দিয়ে বানানো। যদিও  আমি কোনো দিন এ বিষয়ে জিগেসও  করিনি।  ঘরে ঢুকতেই ডান দিকে বিশেষ কিছু  নেই। শুধু সচিন দেব বর্মন এর একটা বাঁধানো ছবি। আর  সোফার পেছন দিকের দেওয়ালটা  বলতে গেলে ফাঁকা, শুধু একটা দেওয়াল ঘড়ি রয়েছে  যেটাতে চব্বিশটা ঘর আছে। এবং সেকেন্ড এর কাঁটাটা  নেই। সেটা কি ভেঙে গেছে না ইচ্ছাকৃত তা জানিনা। দাদু আমাদের সবার দিকে ইশারা করে বসতে বললেন। সঞ্জু আর  রাজা লাফিয়ে সেই সোফার উপর বসে পড়লো। আমি বসলাম টেবিল এর ডান  

49