First page Back Continue Last page Overview Image

হাত চারেক লম্বা একটা সোফা যার উপর 'একটা  সাদা ঘোড়ার  উপর একটা সাদা আলখাল্লা মতো পড়া লম্বা লালচে চুলের একজন', এরম বেশ কয়েকটা ছবি ছাপা। আমি অনেকদিন আগে যখন সেজদাদু কে জিগেস করি  এগুলো কিসের ছবি, তার উত্তরে সেজদাদু আমাকে যা বলেছিলন তা শুনে আমার হাড় হিম হয়ে গেছিলো। ওই ছবিটা নাকি উনিশ শতকের শেষের দিকে 'স্ক্র্যাম্বল ফর আফ্রিকা' নামের যে পিরিয়ডটায় আফ্রিকা তে ইউরোপিয়ান ইনভেশন হয়েছিল সেই সময়কার। ছবিটা এথিওপিয়ান  রাজা মেনেলিক-২ এর কুলপুরোহিত এডুঙার,  যিনি বশীকরণ এ পারদর্শী ছিলেন এবং শোনা যায় এথিওপিয়া-ইতালি যুদ্ধে তার এই বশীকরণ মন্ত্র  এথিওপিয়ার বিজয়ের  অন্যতম  কারণ ছিল। তারপর রাজা মেনেলিক গোটা ইথিওপিয়া জুড়ে  এডুঙার এরম মূর্তি ছাপানো  পবিত্র পোশাক তৈরী করেন তার সম্মানার্থে। এই সোফার উপর যে কাপড়টা আছে, ওটা ওই সময় এর তৈরী। উনি ইজিপ্টে  কোনো একটা কাজে  গেছিলেন এবং সেখান একটা ফকিরের কাছ থেকে এটা  কিনেছিলেন। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো কাপড়টা  নাকি মন্ত্রপূতঃ। সেই মন্ত্র সেজো দাদু ওই ফকিরের  থেকে আয়ত্ত করেন। উনি যদি চান তাহলে ওই সোফার উপর বসে থাকা যে কাউকে বশীকরণ করতে পারেন। শুনে আমার গা ছম ছম  করে উঠেছিল।

একটা টাইটান এর রিস্ট ওয়াচ। তবে দাদু যখন বাইরে বেরোন উনি বেশ পরিপাটি হয়ে প্যান্ট শার্ট পরে বেরোতেই ভালো বসেন। সবমিলিয়ে চেহারাটা  সাধারণ বাঙালি হলেও চোখে মুখে যে শার্পনেস আছে তা সচারচর সবার মধ্যে দেখা যায়না। দেখলাম হাতে তর্জনী এর উপরের দিকটায় একটু ব্লু ইন্ক্ লেগে আছে। সেজদাদু যে লেখালেখি রিলেটেড  কিছু কাজ করছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। দরজার ভেতর দিক থেকে ছিটকিনি খুলে তিনি বললেন, "আরিব্বাস। তিনমূর্তি হাজির। তা আর একজন কোথায়? " সঞ্জু একটুও দেরি না করে বললো "ও ওর মাসির ছেলের বিয়ে তে বরযাত্রী যাবে  তাই কিছু কেনাকাটা করতে গেছে, আমরা বলে এসেছি, আসলেও আসতে পারে"। দাদু একটু মুচকি হেসে নাকটা একটু চুলকে বললো "ওও "। তবে শব্দ টা  "ও ও " ঠিক ছিল  না। "ও " এর পর একটা "যফলা " দিলে হয়তো যেমন আওয়াজ বেরোবে তেমন। আমরা সদর দরজা দিয়ে দাদুর পেছন পেছন গিয়ে বসার ঘরে  পৌঁছলাম। বসার ঘরখানা  বেশ ইন্টারেষ্টিং। উনি যেহেতু পড়াশুনা করেন একটা বুকশেলফ যে থাকবে সেটা নিশ্চই নতুন করে বলতে হবে না। মাঝে একটা কাঁচের  টেবিল তার  দুদিকে  বেত এর দুটো চেয়ার। যে দিক দিয়ে ঢুকলাম তার উল্টো দিকটায় একটা লাল রঙের

48