First page Back Continue Last page Overview Image

ডিকনফাইন্ড : আপনার কখনো রাইটার্স ব্লক চলেছে? সবচেয়ে বেশি কতদিন ?

কবি : ৫৩ বছর থেকে ৫৬ বছর অবধি সময় আমি কোনো কবিতা লিখিনি , শেষ পাঁচমাস ও কিছু লেখা হয়নি।

ডিকনফাইন্ড : সেটা কোনো মানসিক চাপ সৃষ্টি করেনা..যে, লিখতে পারছিনা?

কবি : সেটা অন্য লোকে বলে বেশি, কেন লিখছেননা ইত্যাদি ইত্যাদি। আমার যে খুব বেশি মানসিক চাপ হয়েছে তা নয়।

ডিকনফাইন্ড : আপনার কবিতা আনন্দ থেকে বেশি আসে না দুঃখ থেকে বেশি আসে?

কবি : আনন্দ আর হয় কই ? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়ার ক্ষমতাও কমে আসে।

ডিকনফাইন্ড : আমরা এখানে যতজন আছি, সবাই কমবেশি লেখার চেষ্টা করি, just লিখে একটা ভালোলাগা আসে, যেটা ভাবলাম সেটাই যে লিখতে পারলাম, এই ব্যাপারটাই যেনভালো

লাগে।

কবি : এটাই তো সেই বয়স, যখন লিখে ভালো লাগবে।

ডিকনফাইন্ড : সত্যি, অনেক দিন না লেখার পরে মনে হয় যে এবার কাগজ কলমটা নিয়ে বসতে হবে, অনেকসময় ভালোলাগেনা, আবার অনেক সময় হয়েছে যে কোনো একটা লাইন লেখার পর মনে হলো যে, বাহ, এই একটা লাইন লেখার জন্যই যেন এতদিন ধরে লিখছি।

কবি : এই যে পরিবেশটার কথা তুমি বলছ,এই মানসিক পরিবেশ এখনো তোমাদের মধ্যে আছে দেখে আমার খুব ভালো লাগছে , কারণ বেশিরভাগ লোক , বেশির ভাগ ছেলে মেয়ে , অন্যরা কি বললো , অন্যদের কাছ থেকে কি reaction কি ফিডব্যাক পাওয়া গেলো তার জন্যে একদম আকুল হয়ে থাকে, নিজেদের লিখে যে একটা satisfaction হচ্ছে সেটা আর পায়না , নিজেদের মনে যে একটা পরিপূর্ণতা বোধ হয় বা কোথাও একটা খুঁতখুঁত থাকে সেটাই হলো সর্বোচ্চ, তবে যাই লেখোনা কেন, তোমার পূর্বজ যারা লিখেছেন, তাদের লেখা ধারাবাহিক ভাবে পাঠ করা উচিত , তাতে একটা বড় পরিশ্রম যায়, সেই পরিশ্রমটা স্বীকার করতে হবে , আমি বলবো কোনো

19