First page Back Continue Last page Overview Image

shortcut নেই।

ডিকনফাইন্ড : এদিক থেকে বলব, যে আমরা অনেক পিছিয়ে...

কবি : না, এই যে বলতে পারলে যে আমরা পিছিয়ে এটাও তো ভালো, অন্য ছেলে মেয়েরাতো বলতে পারেনা, যে আমরা কম জানি , কম বুঝতে পারি। ..ওরা সবাই সব বোঝে , খুব self -confidence ...

ডিকনফাইন্ড : আমার মনে হয় আমি কবিতা খুবই কম বুঝি, কোনো একটা কবিতা হয়তো প্রথম দিকটা বুঝলাম, শেষে গিয়ে আর বুঝতে পারলাম না, তখন মনে হয় হয়তো তাহলে পুরোটাই ভুল বুঝেছিলাম, যে বোঝাটা আমাকে শেষ অবধি নিয়ে গেলোনা ,

কবি : এইটা আমারও হয়, জীবনান্দের একটা কবিতা আছে, " যেই সব শেয়ালেরা" ..

" যেই সব শেয়ালেরা জন্ম জন্ম শিকারের তরে

দিনের বিশ্রুত আলো নিভে গেলে পাহাড়ের বনের ভিতরে

নীরবে প্রবেশ করে-বার হয়-চেয়ে দেখে বরফের রাশি

জ্যোৎস্নায় পড়ে আছে — উঠিতে পারিত যদি সহসা প্রকাশি

সেই সব হৃদযন্ত্র মানবের মতো আত্মায়:

তা হলে তাদের মনে যেই এক বিদীর্ণ বিস্ময়

জন্ম নিত — সহসা তোমাকে দেখে জীবনের পারে

আমারও নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ুর আঁধারে।”

এই কবিতাটা আমি প্রথম পড়েছিলাম ৭১ সালে, আজকে ৪৭ বছর ধরে কবিতাটা আমার মুখস্থ , কিন্তু শেষ যে দেড় লাইন আমি বুঝতে পারিনা এখনো , কিন্তু এখানে হচ্ছে কবিতাটার মহত্ব।, যে এতদিন পরেও আমার মনে এরকম গভীরভাবে দাগ কেটে আছে , এই কবিতা নিয়ে আমি গদ্যও লিখেছি , সেখানে স্বীকার করেছি যে এই দু লাইন আমি বুঝতে পারিনা "সহসা তোমাকে দেখে জীবনের পারে, আমারও নিরভিসন্ধি কেঁপে ওঠে স্নায়ুর আঁধারে।"

20