First page Back Continue Last page Overview Image

লোক নামছে , ঠেলাঠেলি বাড়ছে, তখন মাথা থেকে লাইন গুলো চলে যাচ্ছে, আবার যেই বাসটা চলতে শুরু করছে, আমি একটা স্থিতু অবস্থায় দঁড়িয়ে আছি, তখন মাথায় লাইন আসছে। তখন আমি থাকতাম যোধপুর পার্ক বাজারের পিছনে , তো ঢাকুরিয়া তে এসে গাড়িটা থামলো, আমি নামলাম, বাড়ি পৌঁছলাম, বাড়ি পৌঁছে স্নান না করেই আগে একটা কাগজ কলম নিয়ে বসে পুরো কবিতাটা লিখলাম।

ডিকনফাইন্ড : এমন কখনো হয়নি কবিতার কোনো লাইন হারিয়ে গেলো বা কোনোভাবে লিখে রাখা হয়নি? দীর্ঘ কবিতা লেখা তো বেশ কঠিন , তার কারণ আপনাকে একই ভাবের মধ্যে অনেকক্ষণ আটকে থাকতে হবে।

কবি : আমি সাত দিন ধরেও দীর্ঘ কবিতা লিখেছি।

ডিকনফাইন্ড : সেই একই ভাবনা কি আপনার ছিল, প্রথমদিন যে ভাবনা নিয়ে শুরু করেছিলেন?

কবি : ভাবনাটা ক্রমশ চলতে থাকে, কবিতাটাও চলতে থাকে, আমার এমন হয়েছে, একটা দীর্ঘ কবিতা লিখেছি টানা সাত দিন ধরে।

ডিকনফাইন্ড : আপনার প্রথম কবিতা কোন বয়সে? সেই কবিতাটা মনে পড়ে ?

কবি : প্রথম কবিতা ১৩ বছর বয়সে, সে মনেও নেই, ছাপাও হয়নি কোথাও।

ডিকনফাইন্ড : আপনার একটা কবিতা আছে " টিউটোরিয়াল ", সেই কবিতাটা এতবার শুনেছি, এখনো অবধি চোখে জল আসে। ছাত্রজীবনে এই যে একটা mental pressure feel হয়, বাবা মা রা অবশ্যই অনেক ত্যাগ স্বীকার করেন, এই ব্যাপারটা আপনার যে অনুভবে এসেছিলো, এর পিছনে কি কারণ ছিল ?

কবি : ওই যে বললাম যোধপুর পার্ক বাজারের পিছনে থাকতাম , আমি থাকতাম তিনতলায় , আর একতলায় হয়েছিল একটা টিউটোরিয়াল, আমি যখন রোজ অফিস থেকে ফিরতাম সেখানে বাবা মায়েরা দাঁড়িয়ে থাকতেন বেশিরভাগ সময় বাবারাই দাঁড়িয়ে থাকতেন , মায়েরাও থাকতেন, তা আমি একজন খুব মধ্যবিত্ত বাবাকে, খুব ভাঙাচোরা চেহারা, তাকে প্রায় উন্মাদের মতো বলতে শুনেছিলাম, পাঁচটা নম্বর কেন কম, কেন কম? কবিতার মধ্যে কথাটা আছে, আর যে ছেলে, সে চুপ

16