First page Back Continue Last page Overview Image

হয় একটা অজানা জায়গা থেকে, কবিতাটা চলতে থাকে একটা অজানা পথ ধরে, যে পথটাকে আমি আবিষ্কার করতে করতে চলি , এবং কবিতা যেখানে শেষ হয়, সেই জায়গাটা আগে আমার দেখা ছিলনা, অর্থাৎ সেটাও একটা অজানা। To an unknown, From an unknown- এটাই হলো পথ। সুতরাং আমি এগুলোতেই ব্যস্ত থাকি বেশি, কবিতার জনপ্রিয়তা কিংবা কবিতার সার্থকতা নিয়ে অত বেশি চিন্তা করিনা। আমি পরের কবিতাটা লেখার চেষ্টা করি। গত পাঁচ মাস আমি কোনো কবিতা লিখিনি, আমার চিন্তা হয় এর পরের কবিতাটা কি করে লিখবো।

ডিকনফাইন্ড : বাংলা ভাষায় সিরিয়াস সাহিত্যসৃষ্টির গ্রহণযোগ্যতা এখন পাঠকদের কাছে কেমন?

কবি : বইমেলা তে গেলে যথেষ্ট ভিড় দেখা যায় এবং বইমেলা যে শুধু কলকাতায় হয় তা নয়, বিভিন্ন জেলায় জেলায় বইমেলা হয়, এমনকি কলকাতা বিভিন্ন পাড়ায় পাড়ায় বইমেলা হয়, এর ফলে বই এর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বলেই মনে হয়। যদি আগ্রহ না বাড়ত তাহলে প্রকাশকেরা এই মেলা করতেন না।

ডিকনফাইন্ড : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ পাঠকদের কাছে

সহজেই পৌঁছোতে পারার দরুন এই সময়ের অনেক

কবিদের বই আকারে প্রকাশের বা সিরিয়াস সাহিত্য সৃষ্টির

ইচ্ছাটা কমে যেতে পারে, এই ব্যাপারে আপনার ধারণা?

কবি : এই আশঙ্কাটা আমি উড়িয়ে দিতে পারিনা। আমি যদি চটজলদি একটা স্বীকৃতি পেয়ে যাই , তাহলে আমার আরো পরিশ্রম করবার ইচ্ছে, আরো নিজেকে নিবিষ্ট করে আত্মনিয়োগ করবার যে সংকল্প, তা কমে আসবার আশঙ্কা থাকে।

ডিকনফাইন্ড : সময়ের সাথে বাংলা সাহিত্যে কাব্য উপন্যাসের সংখ্যা কমে যাওয়ার কারণ কি?

কবি : কাব্য উপন্যাস এমনিতেই সংখ্যায় কম, আমিই তো সারাজীবনে মাত্র একটা কাব্য উপন্যাস লিখেছি।

ডিকনফাইন্ড : আজকাল সাধারণত প্রযুক্তির উন্নতির সাথে সাথে সকলেই ট্যাব বা ল্যাপটপ এ লিখে থাকেন , কিন্তু আপনি এখনো খাতা কলম এবং আপনার চৌকির সাথে আপনার লেখার বন্ধন ছেদ করেননি , এমনটা কেন?

কবি : ওইটিই আমার অভ্যেস।

13