First page Back Continue Last page Overview Image

শব্দ যদি বায়না ধরে ধর্ম ভুলে গিয়ে,

যাবই আমি ইচ্ছেমত শূন্যস্থান দিয়ে,

আকাশ জোড়া সর্বদা এই বিষ্ফোরণের ঘায়ে

শান্তি, আরাম অনেক দূরে, রক্ষা পাওয়া দায়।

রাগটি করে ব-সে যদি হঠাৎ বলে আলো

মাধ্যমকে সঙ্গে নিয়েই যাত্রা করা ভালো,

আঁধার করা শূন্যভুবন, জীবন শূন্য করা,

আড়াল হবে আকাশতটের হাজার লক্ষ তারা।

কিন্তু এরা রাগ করে না, কর্ম যায়না ভুলে,

(যদিও মানুষ ছোট্ট জীবনে দুটোই করে চলে)

সময়ের পর সময় পেরোয় একই ছন্দে বাঁধা

ভাঙাগড়ার মাঝেও কেন এমন সুরেই সাধা?

'আকাশ ভরা সূর্য তারা'-র মাঝখানে স্থান পেয়ে,

বিস্মিত যে হতেই হবে কবির তালে গেয়ে।

জগৎজোড়া পাঠশালাতে প্রশ্নের নেই শেষ

তাই এখানে লুকিয়ে থাকে, কল্পনার এক দেশ।।

চলে নিয়ম মতে

উপলা মুখোপাধ্যায়

4