First page Back Continue Last page Overview Image

পৌষ শেষের পলাশ ঘ্রাণে

শ্রান্ত হলো বেলা,

দিনের শেষে অস্তরবির

সাঙ্গ হলো খেলা।

নামল আঁধার দূর দিগন্তে

তারার পানে চেয়ে,

মাঠের প’রে কুয়াশা জমে

হিমের পরশ পেয়ে।

দূরের বাঁশি, জ্যোৎস্না-হাসি

ফিরিয়ে দিলো আলো,

দিনবদলের কবিতাখানি

ভুলে যাওয়াই ভালো।

নদীর জলে প্রদীপগুলি

সন্ধ্যে নামার আগে,

বইয়ের ফাঁকে জমা ধুলো

দিনের অস্তরাগে।

চলবে সময় নিয়মমতে

ঘুরবে বছর-মাস,

পূবের পাড়ের মিঠে হাওয়া

নতুন জীবন-আশ।

কমবে আঁধার, একটু আয়ু

বাড়বে বয়স-আলো,

নতুন খুশি,নতুন বছর

কাটুক আরো ভালো।

নববর্ষ

গার্গী বিশ্বাস

থাকবে পরে রাস্তা ফাঁকা

আকাশ জুড়ে রঙ,

সবুজ ঘাসের গালিচা পাতা

তোমার আমার পণ।

ফুলের রঙে রাঙা বাগান

শিশিরকণার রোদ,

আমার গানের মুখড়াখানি

তোমার ঋণের শোধ।

ঝরবে ধারা আমবাগানে

বৃষ্টিস্নাত হাওয়া,

নদীর বুকে নৌকাখানি

মোদের আসা-যাওয়া।

1