First page Back Continue Last page Overview Image

তুমি অন্ধ হয়ে গেছ,

দুটো চোখ জুড়ে প্রাণভরে অন্ধকার দেখছ,

আমি কালা হয়ে গেছি,

তোমার আমার বর্ণনায় মিল নেই তাই।

তুমি দেখছ আকাশ ভর্তি ধোঁয়া,

আমি শুনতে পাচ্ছি না ।

আমি দেখছি অনেক অনেক মানুষ,

দেখতে শুনতে পাচ্ছেনা।

আমি ভালোবাসি,

অমিলের ভিন্নতর রূপ কে,

আর তোমাকে।

চল তুমি আর আমি নতুন অধ্যায় রচনা করি,

অক্লান্ত হেঁটে যাওয়া মানুষদের,

কাঁধে হাত রেখে বলি,

ভুল পথে যাচ্ছেন তো!

বলি, ওই যে দেখুন ,

যে পথ ছেড়ে এসেছেন,

সেপথে ভালোবাসা!

আমার আর তোমার ভালোবাসার কথা,

শুনতে চায় না,

ওরা শুনতে পায় না।

হাল ছেড়ে তাই তুমি অন্ধ,

আর আমি কালা,

আবার রাস্তার মাঝখানে ভালোবাসার বিজ্ঞাপন হয়ে যাই।

তুমি আমাকে ভালোবাসলে ,

আমি শুনতে পাই না।

আমি তোমাকে ভালোবাসলে ,

তুমি দেখতে পাও না।।

ভালোবাসার বিজ্ঞাপন

অরণ্য ভট্টাচার্য

22